হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ বাতিল করলো ট্রাম্প প্রশাসন

হার্ভার্ড ইউনিভার্সিটিতে বিদেশি ছাত্র ভর্তির ক্ষমতা কেড়ে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২২ মে) হঠাৎ করেই ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম সার্টিফিকেশন বাতিল করে দেয়। যার ফলে বিশ্ববিদ্যালয় এখন আর আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি করতে পারবে না। এই পদক্ষেপকে বেআইনি বলছে হার্ভার্ড কর্তৃপক্ষ।
ট্রাম্প প্রশাসনের নতুন এই সিদ্ধান্তের কারণে এখন আর বিদেশি শিক্ষার্থী ভর্তি করাতে পারবে না যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরানো বিশ্ববিদ্যালয়-হার্ভার্ড। বর্তমানে যারা হার্ভার্ডে পড়ালেখা করছেন তাদের অবশ্যই অন্য বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর হতে হবে। না হলে ছাত্রত্ব হারাবেন। গত শিক্ষাবর্ষে হার্ভার্ডে প্রায় ৭ হাজার বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন। যা ওই শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীর ২৭ দশমিক ২ শতাংশ।
হার্ভার্ড ইউনিভার্সিটির মুখপাত্র জেসন নিউটন বলেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে ভুক্তভোগীদের দিকনির্দেশনা ও সহায়তা দিতে দ্রুত কাজ করা হচ্ছে। একে প্রতিশোধমূলক পদক্ষেপ উল্লেখ করে বলা হয়েছে, এই সিদ্ধান্ত হার্ভার্ডের সদস্য আর যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর ক্ষতির হুমকি তৈরি করেছে। হার্ভার্ডের বিরুদ্ধে সহিংসতায় উসকানি, ইহুদি বিদ্বেষ আর ক্যাম্পাসে চীনা কমিউনিস্ট পার্টির তৎপরতার অভিযোগ তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম।
গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে হার্ভার্ড কর্তৃপক্ষের সাথে দ্বন্দ্বে জড়ান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাতিল করেন, হার্ভার্ডের জন্য সরকারি বরাদ্দ থেকে ২৬৫ কোটি ডলারের তহবিল।
বিভি/এসজি
মন্তব্য করুন: