জার্মানিতে রেলস্টেশনে ছুরি হামলায় আহত ১৮, আটক ১

জার্মানির বন্দর শহর হামবুর্গের প্রধান রেলস্টেশনে ছুরি হামলায় ১৮ জন আহত হয়েছেন। শুক্রবার (২৩ মে) শহরের সেন্ট্রাল রেলস্টেশনে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। এই ঘটনায় ৩৯ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে হামবুর্গ সেন্ট্রাল স্টেশনে ওই নারী প্রবেশ করেন এবং নির্বিচারে সামনে যাকেই পান, তাকে লক্ষ্য করে হামলা চালান। গ্রেফতারকৃত ঐ নারী একাই হামলা চালান বলে জানিয়েছে হামবুর্গের আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারের পর তাকে পুলিশ হেফাজতে রাখা হয়। শনিবার (২৪ মে) তাকে আদালতে হাজির করা হবে। হামলাকারী নারীর নাম-পরিচয় প্রকাশ করেনি হামবুর্গ কর্তৃপক্ষ।
জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ও স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্দার দোবরিন্দ এ ঘটনায় আহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন। হামলার যথাযথ কারণ জানতে তদন্ত চলছে।
বিভি/এসজি
মন্তব্য করুন: