• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

স্ত্রীর সাথে বিমানের দরজায় বিতর্কিত মুহূর্ত, মুখ খুললেন ম্যাখোঁ

প্রকাশিত: ১৩:৩৫, ২৭ মে ২০২৫

ফন্ট সাইজ
স্ত্রীর সাথে বিমানের দরজায় বিতর্কিত মুহূর্ত, মুখ খুললেন ম্যাখোঁ

বিমান থেকে নামার প্রস্তুতি নিচ্ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। এসময় হঠাৎ ক্যামেরায় ধরা পড়ল এক অদ্ভুত দৃশ্য। বিমানের দরজার একপাশ থেকে কেউ যেন তাকে চড় মারলেন! পরিষ্কার বোঝা গেল, লাল পোশাক পরিহিত কেউ একজন কাজটি করেছেন। একটু পরই দেখা যায়, সেই লাল পোশাক পরিহিতা ফরাসি প্রেসিডেন্টের স্ত্রী ব্রিজিত।

দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের অংশ হিসেবে ভিয়েতনামে পা রেখেছেন ম্যাখোঁ। সেখানকার হ্যানয় বিমানবন্দরে এই ঘটনা ক্যামেরায় ধরা পড়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, স্ত্রী ব্রিজিট দুই হাত দিয়ে ম্যাক্রোঁর মুখ ধরে ধাক্কা দিচ্ছেন। আর ম্যাক্রোঁ মুখ সরিয়ে নিচ্ছেন। এরপর লাল জ্যাকেট পড়া স্ত্রীকে নিয়ে বিমানের সিঁড়িতে আসেন ম্যাখোঁ। তিনি স্ত্রীর দিকে একটি হাত বাড়িয়ে দিলেও সাড়া পাননি। তারা সিঁড়ি দিয়ে পাশাপাশি হেঁটে নেমে আসেন। আর মুহূর্তেই ফ্রান্সের খবরের শিরোনাম হয়ে যায় এটি।  

এবার সেই ভিডিও নিয়ে মুখ খুলেছেন ম্যাখোঁ। হ্যানয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ম্যাখোঁ বলেন, ‘একটি ভিডিওতে দেখা যাচ্ছে আমি আমার স্ত্রীকে মজা করে কিছু বলছি, আর সেটা নিয়ে যেন একপ্রকার ভূ-রাজনৈতিক বিপর্যয় তৈরি হয়েছে। মানুষ তাতে অদ্ভুত ব্যাখ্যা জুড়ে দিচ্ছে।’  তিনি বলেন, ‘ভিডিওগুলো বাস্তব। তবে কেউ কেউ মাঝে মাঝে সেগুলো বিকৃত করে। তার চেয়েও ভয়ানক হলো, এইসব ভিডিওকে মানুষ অস্ত্র হিসেবে ব্যবহার করছে।’

কয়েক সপ্তাহ আগেই ফরাসি প্রেসিডেন্টের আরেকটি ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। যেখানে তাকে যুক্তরাজ্য ও জার্মানির সরকার প্রধানের সাথে ট্রেনে ভ্রমণ করতে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, ম্যাখোঁ একটি সাদা বস্তু হাতে নিয়ে সেটিকে হাতের তলায় লুকিয়ে ফেলেন। আর মার্স টেবিল থেকে চামচ সদৃশ বস্তুটি সরিয়ে নেন। যা দেখে নেটিজেনদের অনেকে দাবি করেন তারা একসাথে কোকেন সেবন করছিলেন। যদিও এমন অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন ম্যাখোঁ। 

বিভি/এমএফআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2