• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

লিভারপুলের বিজয় র‍্যালিতে ভয়ংকর দুর্ঘটনা, আহত অর্ধশত (ভিডিও)

প্রকাশিত: ১৪:২৭, ২৭ মে ২০২৫

ফন্ট সাইজ

২০২০-এ শেষবার প্রিমিয়ার লীগ জিতলেও করোনা মহামারির জন্য ঘটা করে শিরোপা উৎসব হয়নি অলরেডদের। এবার সেই সুযোগ পেয়ে বিশাল আয়োজন করে ইংলিশ জায়ান্ট ক্লাবটি। তবে অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় বিজয় উদযাপন মুহূর্তেই রূপ নিলো বিষাদে। 

২৬মে  লিভারপুলের ওয়াটার স্ট্রিটে এক বিশাল বিজয় র‍্যালির আয়োজন করা হয়। সেই র‍্যালিতে নেচে গেয়ে বিজয় উল্লাস করছিলেন লিভারপুল সমর্থকেরা। লিভারপুলের খেলোয়াড়রা দু’টি ছাদখোলা বাসের উপরে প্রিমিয়ার লিগ ট্রফি প্রদর্শন করছিলেন। আর স্কার্ফ এবং পতাকা নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন হাজার হাজার ভক্ত। সবাই যখন সেখানে আনন্দ উল্লাসে ব্যস্ত তখনই সেখানে জোরে ঢুকে পড়ে একটি গাড়ি।

ওই সময়ের ঘটনার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। তাতে দেখা গিয়েছে, একটি গাড়ি দ্রুতগতিতে রাস্তার পাশে থাকা ভক্তদের বিশাল ভিড়ের উপর দিয়ে চলে যাচ্ছে। ওই গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন অনেকেই। ভয়ানক এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন সবাই। এ ঘটনার পর গাড়িটি ঘটনাস্থলে থেমে যায় এবং একজন পুরুষকে পুলিশ হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তি লিভারপুল এলাকার ৫৩ বছর বয়সী এক শ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিক। ধারণা করা হচ্ছে উপস্থিত কয়েকজন সমর্থকের সাথে বাকবিতণ্ডার জেরেই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। 

এ ঘটনায় চার শিশুসহ অনন্ত অর্ধশত মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। মার্সিসাইড পুলিশ এটিকে একটি "ভয়াবহ ঘটনা" হিসাবে বর্ণনা করেছে। ঘটনাটি শহরের আনন্দঘন পরিবেশে এক আতঙ্কের ছায়া ফেলেছে। শিরোপা উদ্‌যাপনে পুরো শহর উৎসবমুখর থাকলেও এই দুর্ঘটনা মুহূর্তেই পরিবেশ বদলে দেয়। ঘটনার পর ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দেয় লিভারপুল ক্লাব কতৃপক্ষ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক বিবৃতিতে বলেন, ‘লিভারপুলের দৃশ্য ভয়াবহ। যারা আহত বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা।

ইংলিশ ফুটবল ক্লাবগুলোতে ভক্তদের মধ্যে দুর্ঘটনা বা সহিংসতার ঘটনা ইতিহাসে বহুবার ঘটেছে। অতীতে ইংল্যান্ডের বিভিন্ন স্টেডিয়ামে অতিরিক্ত ভিড়ের কারণে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে। এসব সহিংসতার কারণে ৯০-এর দশক থেকে পুলিশি তৎপরতা, সিসিটিভি ও অল-সিটার স্টেডিয়ামের প্রচলন শুরু হয়, যাতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে ভিড়ের মাঝে আচমকা গাড়ি ঢুকিয়ে দেওয়ার এই ঘটনার জন্য নিরাপত্তা ত্রুটি ও পুলিশের অব্যবস্থাপনাকেই দায়ি করছেন অনেকে। 

বিভি/এমএফআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2