• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আল-আকসায় ফিলিস্তিনি মুসল্লিদের ওপর ইসরাইলিদের হামলা  

প্রকাশিত: ১৬:২২, ২৭ মে ২০২৫

আপডেট: ১৬:৪১, ২৭ মে ২০২৫

ফন্ট সাইজ
আল-আকসায় ফিলিস্তিনি মুসল্লিদের ওপর ইসরাইলিদের হামলা  

ফাইল ছবি

জেরুজালেমের আল–আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে উগ্রপন্থী ইসরাইলিরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার (২৬ মে) জেরুজালেম দিবস উপলক্ষে মিছিল চলছিল। এ সময় মিছিল থেকে হঠাৎ করে আল-আকসা মসজিদের প্রাঙ্গণ ও জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) কার্যালয়ে ঢুকে পড়ে উগ্রপন্থী ইসরাইলিরা। তারপর হামলা চালায়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমের পুরোনো শহরের অলিগলি ও মুসলিম–অধ্যুষিত এলাকার ভেতর দিয়ে মিছিল করার সময় কিছু ইসরাইলিকে ‘আরবদের মৃত্যু হোক’ ও ‘তোমাদের গ্রাম জ্বলে যাক’ বলে স্লোগান দিতে দেখা গেছে।

১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরাইল। তখন থেকে শহরটি ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিবছর ইসরাইলে ২৬ মে জেরুজালেম দিবস হিসেবে উদ্‌যাপন করা হয়, যা একটি বার্ষিক ছুটির দিন। এই দিনের স্মরণে প্রতিবছর একটি মিছিল বের করা হয়।

দিবসটি উপলক্ষে জেরুজালেম শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। তারপরও হামলা এড়ানো যায়নি। গতকালও (সোমবার) একদল ইসরাইলি তরুণ ফিলিস্তিনি দোকানদার, পথচারী, স্কুলগামী শিশু, এমনকি ইসরাইলি মানবাধিকারকর্মী ও পুলিশের সঙ্গে বিবাদে জড়ান। তাঁরা লোকজনের গায়ে থুতু ছিটান, গালাগাল করেন ও জোরপূর্বক ঘরে ঢোকার চেষ্টা চালান।

এ সময় মিছিলকারীদের একটি ছোট দল পূর্ব জেরুজালেমে ইউএনআরডব্লিউএর একটি কার্যালয়ের প্রাঙ্গণেও ঢুকে পড়ে। ইউএনআরডব্লিউএর পশ্চিম তীরের সমন্বয়কারী রোলান্ড ফ্রিডরিশ বলেন, ডজনখানেক ইসরায়েলি মিছিলকারী ইসরায়েলি পুলিশের সামনেই মূল ফটক বেয়ে ওই প্রাঙ্গণে ঢোকেন।

ঘটনাস্থলে থাকা এএফপির একজন সাংবাদাতা জানান, এ সময় পুলিশ অন্তত দুই যুবককে আটক করেছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2