• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

একে একে বের হচ্ছে মরদেহ, বিধ্বস্ত বিমানের সকলের মৃত্যুর শঙ্কা

প্রকাশিত: ১৯:০১, ১২ জুন ২০২৫

ফন্ট সাইজ
একে একে বের হচ্ছে মরদেহ, বিধ্বস্ত বিমানের সকলের মৃত্যুর শঙ্কা

ধোয়ায় কালো হয়ে যায় আহমেদাবাদের আকাশ বাতাস।

ভারতের আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পর মেঘানি অঞ্চলের আবাসিক এলাকায় একটি বাড়ির ওপর এটি বিধ্বস্ত হয়। যান্ত্রিক ত্রুটির কারণে ৬২৫ ফুট উচুতে বিমানটির সর্বশেষ সিগনাল পাওয়া যায়। 

১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডিয়ান ৭ জন পর্তুগিজ এবং ১২ জন ক্রু নিয়ে আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে লন্ডনের উদ্দেশে বিমানটি যাত্রা করেছিল। এরই মধ্যে উদ্ধার করা হয়েছে শতাধিক মরদেহ, বিমানটির কোনো আরোহী বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।

বিমানটি উড্ডয়নের পর মাত্র দুইশো সেকেন্ডের মধ্যে ২৪২ আরোহীর বেঁচে থাকার আশা নিভে গেলো। বাড়ির ওপর আছড়ে পড়ে বিমানটি। বিধ্বস্তের পর মুহূর্তেই আগুন ধরে যায় সেটিতে।  ধোয়ার কুণ্ডলিতে কালো হয়ে যায়  আহমেদাবাদের আকাশ বাতাস। 

ভারতীয় সময় বেলা একটা তেত্রিশ মিনিট। বোয়িং সেভেন এইট সেভেন মডেলের এয়ার ইন্ডিয়ার বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করে। তবে তারা স্থায়ীত্ব হলো ঠিক পাঁচ মিনিট। পাইলট বিমানটি নিরাপদে ল্যান্ড করার সুযোগটুকু পেলেন না। একটা আটত্রিশ মিনিটে বাড়ির ওপর আছড়ে পড়ে বিমানটি। রাডার থেকে সর্বশেষ সিগনালটি পাওয়া যায় উড়োজাহাজটি যখন ঠিক ৬২৫ ফুট উপরে।

২৪২ আরোহীর মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডিয়ান ৭ জন পর্তুগিজ এবং ১২ জন ক্রু ছিলেন বিমানটিতে। দুর্ঘটনার পরপর বেশ কিছু অ্যম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়। আশেপাশে দেখা যায়  বিমানটির ধ্বংসাবশেষ। নিহতদের পরিবারের মধ্যে শোকের মাতম বইছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2