• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

প্রতিবেশী দেশগুলো মার্কিন হামলায় নিজ ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে প্রত্যাশা ইরানের

প্রকাশিত: ১৬:৩৬, ১৮ জুন ২০২৫

আপডেট: ১৮:৫১, ১৮ জুন ২০২৫

ফন্ট সাইজ
প্রতিবেশী দেশগুলো মার্কিন হামলায় নিজ ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে প্রত্যাশা ইরানের

ছবি: সংগৃহীত

ইরান-ইসরাইল চলমান উত্তেজনা নিয়ে সম্প্রতি আল-জাজিরার সঙ্গে কথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই হামানেহ। আল-জাজিরাকে তিনি জানান, এই সংঘাতে যদি কোনো তৃতীয় পক্ষ সরাসরি জড়িয়ে পড়ে, তাহলে এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে গড়াবে। এটি কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে।

তিনি আরও বলেন, এই মুহূর্তে ইরান কেবল ইসরাইলের ভূখণ্ডে হামলার দিকেই মনোযোগ দিচ্ছে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে ইরানের প্রতিবেশী দেশগুলো যুক্তরাষ্ট্রকে তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে বাঘাই বলেন, কূটনীতি কখনো শেষ হয় না। তবে তিনি সাফ জানিয়ে দেন, তেহরান আর ওয়াশিংটনকে ভরসা করে না। 

এছাড়া তিনি বলেছেন, ইরান বিশ্বের সব দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে, যার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়াও রয়েছে। ইরান প্রত্যাশা করছে, এসব দেশ সংঘাত নিরসনে এগিয়ে আসবে।

বিভি/আইজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2