• NEWS PORTAL

  • সোমবার, ১০ নভেম্বর ২০২৫

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে খামেনির সিংহ গর্জন 

প্রকাশিত: ১৮:০০, ১৮ জুন ২০২৫

ফন্ট সাইজ
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে খামেনির সিংহ গর্জন 

ছবি: আয়াতুল্লাহ আলি খামেনি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বুধবার (১৮ জুন) টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেবে। ইরান চাপের মুখে কারো কাছে আত্মসমর্পণ করবে না। 

খামেনি বলেন, ‘যারা ইরান, এর জনগণ ও ইতিহাস সম্পর্কে জানেন তারা এমন ভাষায় হুমকি দেন না। কারণ, ইরানিরা আত্মসমর্পণ করা জাতি নয়।'

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবৃতির প্রতি ইঙ্গিত করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আমেরিকানদের জানা উচিত—যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে তাদের অপূরণীয় ক্ষতি ডেকে আনবে।

এর আগে ট্রাম্প ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’র আহ্বান জানিয়ে বলেছেন, যেকোনো সময় ‘যুক্তরাষ্ট্রের ধৈর্যচ্যুতি হতে পারে’।

উল্লেখ্য, গত শুক্রবার ইরানে অতর্কিত হামলা চালায় ইসরাইলের সামরিক বাহিনী। সেদিনই শেষ বারের মতো ইরানের সর্বোচ্চ নেতাকে জনসম্মুখে দেখা গিয়েছিলো।

বিভি/এমআর

মন্তব্য করুন: