• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ট্রাম্পের নতুন প্রস্তাবে প্রবাসী শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ!

প্রকাশিত: ১৫:৩৮, ২ জুলাই ২০২৫

আপডেট: ১৫:৩৮, ২ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ট্রাম্পের নতুন প্রস্তাবে প্রবাসী শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ!

অন্য দেশের শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের সময়সীমা নিয়ে নতুন একটি প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে অধ্যয়নের জন্য শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট সময় থাকতে পারবেন। সময় শেষে নিজ দেশে ফিরে যেতে বাধ্য হবে তারা।

বর্তমানে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এফ-ওয়ান ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারেন। এটি একটি অ-অভিবাসী ভিসা, যা আন্তর্জাতিক শিক্ষার্থী বিনিময়ের সংগঠন, স্টুডেন্ট অ্যান্ড এক্সজেঞ্জ প্রোগ্রাম কর্তৃক অনুমোদিত। বিভিন্ন মার্কিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়ালেখায় অনুমতি দেয় এটি। 

২০২০ সালে নিজের প্রথম মেয়াদে এমন একটি পরিকল্পনাটি ছিল ট্রাম্পের। তবে সেসময় এই পরিকল্পনা নিয়ে অগ্রসর হয়নি ট্রাম্প প্রশাসন। প্রস্তাবনাটি অফিস অব ম্যানেজমেন্ট বিভাগে জমা দেওয়া হয়েছে। প্রস্তাবটি অনুমোদন পেলে প্রত্যেক শিক্ষার্থীরা ভিসা মেয়াদোত্তীর্ণের একটি তারিখ নির্ধারণ করে দেওয়া হবে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2