• NEWS PORTAL

  • সোমবার, ১৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

জন্মের শতবর্ষ পূরণের পরই হাসপাতালে মাহাথির মোহাম্মদ 

প্রকাশিত: ১৮:১৭, ১৩ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
জন্মের শতবর্ষ পূরণের পরই হাসপাতালে মাহাথির মোহাম্মদ 

তিনদিন আগে গত ১০ জুলাই জন্মের শতবর্ষ পূরণ হলো মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। সেই আনন্দের রেশ না কাটতেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। 

রবিবার (১৩ জুলাই) তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স

বলা হয়েছে, শত বছর বয়সী মাহাথির মোহাম্মদ শারীরিক দুর্বলতা এবং অবসাদের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সন্ধ্যা নাগাদই তিনি বাড়ি ফিরবেন বলে আশা করছি। আপাতত তিনি বিশ্রাম করছেন।

দক্ষিণ পূর্ব এশীয় এই নেতা দুদশকেরও বেশি সময় দেশ পরিচালনার জন্য ব্যাপকভাবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরেই হৃদ্‌যন্ত্রের অসুখে ভুগছেন। এ পর্যন্ত একাধিক বাইপাস সার্জারিও করিয়েছেন তিনি। বিগত কয়েক বছরে ঘনঘন হাসপাতালে ভর্তি হয়েছেন মাহাথির, যার সর্বশেষ ছিল শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যার কারণে গত অক্টোবরে।

স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, গত বৃহস্পতিবার মাহাথিরের ১০০তম জন্মদিন ছিল। আর তার সহধর্মিনী হাসমা মোহদ আলিরও ৯৯তম জন্মদিন ছিল শনিবার। তাদের জন্মদিন আয়োজনে একটি পিকনিকের আয়োজন করা হয়েছিল। পিকনিক স্পটে নিজেই গাড়ি চালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী। সেখানে ঘণ্টাখানেক সাইকেল চালানোর পর তাকে ক্লান্ত দেখায়। পরে উদ্‌যাপন সম্পন্ন না করেই তাকে ফিরিয়ে নেওয়া হয়।

চিকিৎসা পেশা থেকে রাজনীতি মাঠে আসা মাহাথির ২০২২ সাল পর্যন্ত মালয়েশিয়ার পার্লামেন্টারি সদস্য ছিলেন। তিনি ২০০৩ সাল পর্যন্ত ২২ বছর দেশ পরিচালনা করেন। এরপর বিরোধীদলীয় জোটকে নেতৃত্ব দিয়ে এক ঐতিহাসিক জয়ের মধ্য দিয়ে ২০১৮ সালে আবারও ক্ষমতায় আসেন তিনি। তবে অন্তর্কোন্দলের কারণে দুবছরের কম সময়ে সে সরকারের ভেঙে যায়।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2