চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। রবিবার (১৩ জুলাই) তার অফিস জানিয়েছে, ১০০তম জন্মদিন উপলক্ষে পিকনিক উদযাপনের পর ক্লান্তিবোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহাথির। খবর রয়টার্সের।
দুই দশকেরও বেশি সময় ধরে দক্ষিণ-পূর্ব এশীয় দেশটির নেতা মাহাথিরের হৃদ্রোগ রয়েছে এবং তিনি বাইপাস সার্জারি
সাম্প্রতিক বছরগুলোতে তাকে কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়। সম্প্রতি অক্টোবরে শ্বাসযন্ত্রের সংক্রমণের জন্য হাসপাতালে ছিলেন এই নেতা।
এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার ক্লান্তিজনিত সমস্যার জন্য তাকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
বিকাল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত মাহাথিরকে পর্যবেক্ষণে রাখা হয় এরপর বাড়ি ফেরার অনুমতি দেয়া হয়েছে।
২০০৩ সাল পর্যন্ত ২২ বছর ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন মাহাথির মোহাম্মদ।
২০১৮ সালে দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনে বিরোধীদলীয় জোটের নেতৃত্বে ঐতিহাসিক জয় লাভ করে আবারও প্রধানমন্ত্রী হন তিনি। তবে দলীয় কোন্দলের কারণে তার সরকার দুই বছরেরও কম সময়ের মধ্যে ভেঙে যায়।
বিভি/টিটি
মন্তব্য করুন: