• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ইউক্রেনকে আরও অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র 

প্রকাশিত: ০৯:০৭, ১৫ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ইউক্রেনকে আরও অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র 

ছবি: মার্ক রুট ও ডোনাল্ড ট্রাম্প

ইউক্রেনকে আরও অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে আলোচনায় না আসায় রাশিয়ার ওপর কঠোর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৪ জুলাই) হোয়াইট হাউসে ন্যাটোর প্রধান মার্ক রুটের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি করতে ব্যর্থ হলে আগামী ৫০ দিনের মধ্যে রাশিয়ার ওপর কঠোর শুল্ক আরোপ করা হবে। এরমধ্যে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক অন্তর্ভুক্ত থাকবে। 

পুতিন শান্তি চুক্তিতে অস্বীকৃতি জানানোর কারণে ডোনাল্ড ট্রাম্প হতাশা প্রকাশ করেন। শুধু তাই নয়, বৈঠকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম এবং অন্যান্য মিসাইলসহ কোটি কোটি ডলারের সামরিক সরঞ্জাম পাঠাবে। এই অস্ত্রের খরচ বহন করবে ন্যাটোর সদস্য দেশগুলো। ন্যাটো প্রধান মার্ক রুট ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানান। যুক্তরাষ্ট্রের সহায়তার আশ্বাসে কৃতজ্ঞতা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2