গাজায় একদিনে আরো ৯০ জনের প্রাণহানি

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় আরও ৯০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও, এসব হামলায় অন্তত আড়াই শতাধিক মানুষ আহত হয়েছেন। চলমান হামলায় নিহতের সংখ্যা ৫৮ হাজার ৬০০ জনের কাছাকাছি পৌঁছে গেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) আলজাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে গাজা ভূখণ্ডে ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা বেড়ে ৫৮ হাজার ৫৭৩ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে আরও ৯০ জনের মরদেহ আনা হয়েছে এবং আহত হয়েছেন আরও ২৫২ জন। এই নিয়ে গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ৬০৭ জনে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরাইলি হামলায় আরও ৭ ফিলিস্তিনি নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন। গত ২৭ মে থেকে এ পর্যন্ত সহায়তা নিতে গিয়ে ইসরাইলি হামলায় নিহত হয়েছেন ৮৫১ জন এবং আহত হয়েছেন অন্তত ৫ হাজার ৬৩৪ জন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: