• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ইরাকে শপিংমলে ভয়াবহ আগুন, অন্তত ৫০ জন নিহত

প্রকাশিত: ১১:৩২, ১৭ জুলাই ২০২৫

আপডেট: ১২:১১, ১৭ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ইরাকে শপিংমলে ভয়াবহ আগুন, অন্তত ৫০ জন নিহত

ইরাকের একটি শপিংমলে ভয়াবহ আগুনে অন্তত ৫০ জন নিহত হয়েছে। দেশটির আল-কুত সিটির একটি সুপারমার্কেটে এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) এএফপির বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে, শপিংমলে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, একটি ভবনের বড় অংশ আগুনে পুড়ে গেছে। ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, পূর্ব ইরাকের কুট শহরের একটি হাইপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫০ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে প্রদেশটির গভর্নরের বরাত দিয়ে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রাতভর কুটের একটি পাঁচ তলা ভবনে আগুন জ্বলছে এবং দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে গভর্নর জানিয়েছেন, তদন্তের প্রাথমিক ফলাফল ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষণা করা হবে। আমরা ভবন এবং মলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2