• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘যেকোনো নতুন হামলার জবাব দিতে প্রস্তুত ইরান’ 

প্রকাশিত: ১১:৫৬, ১৫ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
‘যেকোনো নতুন হামলার জবাব দিতে প্রস্তুত ইরান’ 

ফাইল ছবি

ইরান যুদ্ধবিরতিতে বিশ্বাস করে না। যেকোনো নতুন অভিযানের জন্য ইরান প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ। সোমবার (১৪ জুলাই) তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পৃথক টেলিফোন আলাপে তিনি এ মন্তব্য করেন। 

নাসিরজাদেহ বলেন, ইসলামি প্রজাতন্ত্র এই অঞ্চলে যুদ্ধ ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে দিতে চায় না। তবে যেকোনো আক্রমণ ও হামলার কঠিন জবাব দিতে ইরান সবসময় প্রস্তুত রয়েছে। তুর্কি প্রতিরক্ষমন্ত্রী ইয়াসার গুলার বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি বিরাজে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক ইস্যু নিয়ে একটি চুক্তি সম্পন্ন হওয়া উচিৎ। ইরানকে কাছের বন্ধু ও নির্ভরযোগ্য দেশ বলে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ নরদিন। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার সময় ইরানকে সমর্থন দেওয়ায় মালয়েশিয়ার সরকারকে ধন্যবাদ জানান ইরানের প্রতিরক্ষামন্ত্রী।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2