• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিজেপি-শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষীদের দুরবস্থায় ক্ষুব্ধ মমতা, করলেন বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ১৪:৫০, ১৭ জুলাই ২০২৫

আপডেট: ১৪:৫০, ১৭ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
বিজেপি-শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষীদের দুরবস্থায় ক্ষুব্ধ মমতা, করলেন বিক্ষোভ মিছিল

ছবি: সংগৃহীত

ভারতে বিজেপি-শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষাভাষী অভিবাসী শ্রমিকদের উপর চলমান নিপীড়নের অবসানের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৬ জুলাই) কলকাতায় এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী নিজে।

মিছিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘আপনারা (কেন্দ্রীয় সরকার) বাংলা ভাষা শুনলেই তাদের বাংলাদেশি বা রোহিঙ্গা বলে দাগিয়ে দিচ্ছেন’।

বর্তমানে বিজেপি শাসিত ওড়িশা রাজ্যে পুলিশ প্রায় ৪০০ জনকে সন্দেহভাজন বাংলাদেশি নাগরিক হিসেবে আটক করেছে। এই ঘটনার বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি আটককৃতদের মধ্যে অন্তত ২০০ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা যারা ওড়িশায় অভিবাসী শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

ভারত সরকার বর্তমানে যাদের অবৈধ অভিবাসী হিসেবে বিবেচনা করছে তাদের প্রতিবেশী বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। তবে মানবাধিকার কর্মীদের অভিযোগ এই প্রক্রিয়ায় অনেক ক্ষেত্রেই সরকার ইচ্ছাকৃতভাবে মানুষকে দেশছাড়া করছে।

সরকারি তথ্য অনুযায়ী, মে মাস থেকে আসাম রাজ্যে প্রায় ৩০ হাজার ব্যক্তির মধ্যে ৩০৩ জনকে ইতোমধ্যে বাংলাদেশে পুশ-ইন করা হয়েছে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা তীব্র হয়েছে। বিশেষ করে জাতীয় পর্যায়ে বাংলা ভাষাভাষী জনগণের প্রতি বৈষম্যের অভিযোগ নিয়ে বিতর্ক আরও বেড়েছে।

বিভি/আইজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2