• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

দুই সম্প্রদায়ের সংঘাত বন্ধে ‘নির্দিষ্ট পদক্ষেপ’ নিতে সম্মত সিরিয়া

প্রকাশিত: ১৫:৪৬, ১৭ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
দুই সম্প্রদায়ের সংঘাত বন্ধে ‘নির্দিষ্ট পদক্ষেপ’ নিতে সম্মত সিরিয়া

দামেস্কে প্রেসিডেন্ট ভবন ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ইসরাইলি হামলার পর দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের সংঘাত বন্ধে সিরিয়া ‘নির্দিষ্ট পদক্ষেপ’ নিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। শিগগিরই সিরিয়ার সংঘাতের অবসানেও আশাবাদী মার্কিন প্রশাসন। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, সিরিয়ার দ্রুজ, বেদুইন ও সরকারি বাহিনীর ত্রিমুখী সংঘাতে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। তবে সংঘাত যাতে বন্ধ হয় সেজন্য উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লেখেন, এই উদ্বেগজনক এবং ভয়াবহ পরিস্থিতির অবসান ঘটাতে আলোচনার মাধ্যমে সুনির্দিষ্ট পদক্ষেপের বিষয়ে একমত হয়েছে সিরিয়া প্রশাসন। এর মধ্যেই সোয়াইদা থেকে সরকারি সেনারা সরে যেতে শুরু করেছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য যুক্তরাষ্ট্র এবং আরব পক্ষের সম্মিলিত প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

তবে সিরিয়ায় হামলা থামানোর বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরাইল।

এদিকে ইসরাইলিদের সাথে এক হয়ে দ্রুজ সম্প্রদায়কে রক্ষার অঙ্গীকার করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আল শারা।    

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2