• NEWS PORTAL

  • বুধবার, ৩০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ফিলিস্তিনের স্বাধীনতাকামীকে মুক্তি দিলো ফ্রান্স

প্রকাশিত: ১৩:২১, ২৫ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ফিলিস্তিনের স্বাধীনতাকামীকে মুক্তি দিলো ফ্রান্স

ছবি: জর্জ ইব্রাহীম আব্দুল্লাহ

সম্প্রতি ৪১ বছর কারাভোগ করা ফিলিস্তিনের স্বাধীনতাকামী লেবাননের জর্জ ইব্রাহীম আব্দুল্লাহকে মুক্তি দিয়েছে ফ্রান্স। কড়া নিরাপত্তা প্রহরায় তাকে ফেরত পাঠানো হয়েছে লেবাননে।

পেশায় শিক্ষক ইব্রাহীম আব্দুল্লাহকে ১৯৮৭ সালে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলো ফ্রান্সের আদালত। একজন মার্কিনী আর এক ইসরাইলি কূটনীতিককে হত্যার অভিযোগ ছিলো তার বিরুদ্ধে। ওই ঘটনায় ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে বামপন্থি আন্দোলনের প্রতীক হয়ে ওঠেন আব্দুল্লাহ। যদিও দীর্ঘ কারাবন্দি থাকায় সময়ের সাথে ধীরে ধীরে মানুষের আলোচনা থেকে হারিয়ে যান এই বিপ্লবী। এরপরও তার মুক্তির দাবিতে প্রতিবছর নির্দিষ্ট দিনে কর্মসূচি পালন করে গেছেন মার্কস-লেলিনপন্থী রাজনৈতিক ও সামাজিক কর্মীরা।

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের জন্য ১৯৭০ সালে গড়ে তুলেছিলেন মার্কসপন্থী ছোটখাটো সংগঠন-এলএআরএফ। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত হানতে ফ্রান্সে পাঁচ দফা হামলা চালিয়েছেন তিনি। ১৯৯৯ সাল থেকে তার মুক্তির জন্য ফ্রান্স সরকারের কাছে ১০টি জোরালো আবেদন জমা পড়ে।

ফ্রান্স ইতিবাচক মনোভাব দেখালে ২০১৩ সালে তৎকালিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটনের অনুরোধের চিঠিতে আটকে যায় আব্দুল্লাহর মুক্তি প্রক্রিয়া। লেবাননের এক খ্রিষ্টান পরিবারে জন্মেছিলেন ইব্রাহীম আব্দুল্লাহ।

বিভি/এমআর

মন্তব্য করুন: