ইসরাইলকে যে হুমকি দিলেন স্টারমার

ফাইল ছবি
গাজায় বর্বরতা না থামালে এবার ফ্রান্সের মতো ফিলিস্তিনের স্বাধীনতায় স্বীকৃতি দেবে যুক্তরাজ্য- ইসরাইলকে এমন হুমকি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। একে হামাসের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি প্রশ্রয় বলেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
লন্ডনে সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার ইসরাইলকে সতর্ক করে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা, দুই রাষ্ট্রের ভিত্তিতে দীর্ঘস্থায়ী সমাধানসহ কয়েকটি শর্ত পূরণের তালিকা দিয়েছেন। না হলে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনের স্বাধীনতায় স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। তার বক্তব্যে গাজাবাসীর ওপর চলমান হত্যাযজ্ঞ, মানবিক সহায়তায় হস্তক্ষেপ, চাপিয়ে দেওয়া দুর্ভিক্ষ, বাস্তুচ্যুত জীবনসহ ফিলিস্তিনিদের চরম দুর্দশার বর্ণনা উঠে আসে।
গাজায় মানবিক সহায়তা বাড়ানোর কৌশল নিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনার ধারাবাহিকতায় মন্ত্রিসভার বৈঠকের পর ইসরাইলকে হুঁশিয়ারি দেন স্টারমার। একে স্বাগত জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ নোয়েল ব্যারোট। শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা চেয়েছেন তিনি।
স্কটল্যান্ড থেকে দেশে ফেরার পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, স্টারমারের সঙ্গে বৈঠক হলেও এ বিষয়ে কথা হয়নি। তীব্র নিন্দায় ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, স্টারমারের হুমকি হামাসের দানবিক কর্মকাণ্ডের প্রশ্রয় আর ভুক্তভোগীদের শাস্তি দেওয়ার শামিল।
বিভি/এসজি
মন্তব্য করুন: