• NEWS PORTAL

  • বুধবার, ৩০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গাজায় শিশুদের পুষ্টির সংকট চরমে, মৃত্যুর মুখে ছোট্ট প্রাণগুলো

প্রকাশিত: ১৬:৩৪, ২৫ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
গাজায় শিশুদের পুষ্টির সংকট চরমে, মৃত্যুর মুখে ছোট্ট প্রাণগুলো

ছবি: সংগৃহীত

গাজায় অপুষ্টিতে ভোগা শিশুদের পরিস্থিতি দিন দিন আরও সংকটময় হয়ে উঠছে। ইসরাইলি নিপীড়নের কারণে তাদের জীবন রক্ষায় প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য দ্রুত ফুরিয়ে যাওয়ায় ধীরে ধীরে মৃত্যুর মুখে এগিয়ে যাচ্ছে এসব শিশুরা।

জর্ডানের আম্মানে অবস্থিত ইউনিসেফের মুখপাত্র সালিম ওওয়াইস রয়টার্সকে জানিয়েছেন, অপুষ্টি নিরসনে ব্যবহৃত জরুরি খাদ্যসামগ্রী অর্থাৎ রেডি-টু-ইউজ থেরাপিউটিক ফুড যদি দ্রুত সরবরাহ না হয়, তাহলে তা আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যেই ফুরিয়ে যেতে পারে। তিনি আরও বলেন, বর্তমানে শিশুরা তীব্র ক্ষুধা ও অপুষ্টির শিকার। এই পরিস্থিতিতে খাদ্য ঘাটতি চরম ঝুঁকিপূর্ণ।

ওওয়াইস জানান, ইউনিসেফের হাতে মাত্র ৩,০০০ শিশুর চিকিৎসার জন্য রেডি-টু-ইউজ থেরাপিউটিক ফুড ছিল। তবে গাজা অঞ্চলে জুলাই মাসের প্রথম দুই সপ্তাহেই ৫,০০০ শিশুকে এই খাদ্য দিয়ে চিকিৎসা করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)-এর একজন মুখপাত্র জানান, অপুষ্টি নিরাময়ে ব্যবহৃত প্রায় সব কিছুই ইতোমধ্যে শেষ হয়ে গেছে। নতুন করে সরবরাহ না এলে বর্তমানে যে পরিমাণ সামগ্রী বিভিন্ন স্বাস্থ্যসেবাকেন্দ্রে আছে, তাও দ্রুত শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।  

ডাব্লিউএইচও আরও সতর্ক করেছে, গাজায় গর্ভবতী নারী ও ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য পরিচালিত পুষ্টি সহায়তা কর্মসূচি বন্ধ হয়ে যেতে পারে। এই কর্মসূচির জন্য ব্যবহৃত খাদ্য ও পুষ্টি সাপ্লিমেন্টের মজুত দ্রুত শেষ হয়ে যাচ্ছে।
 

বিভি/আইজে

মন্তব্য করুন: