• NEWS PORTAL

  • বুধবার, ৩০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ট্রাম্পের মধ্যস্থতায় থামছে থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধ!

প্রকাশিত: ০৯:২৫, ২৭ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ট্রাম্পের মধ্যস্থতায় থামছে থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধ!

ছবি: ডোনাল্ড ট্রাম্প

কম্বোডিয়া ও থাইল্যান্ড যুদ্ধবিরতি আলোচনায় রাজি হয়েছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শনিবার (২৬ জুলাই) ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেন, শিগগিরই সাক্ষাৎ করবেন দুই দেশের নেতারা।

এছাড়াও গতকাল উভয় দেশের প্রধানমন্ত্রীর সাথে ফোনালাপ করেন ডোনাল্ড ট্রাম্প। সীমান্তে সংঘাত বন্ধ না হলে কোনো পক্ষের সাথেই বাণিজ্য চুক্তি করবেন না বলে হুমকি দেন তিনি। এরপরই এমন ঘোষণা আসে।

এদিকে মধ্যস্থতার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচি। বলেন, তার দেশ যুদ্ধবিরতির বিষয়ে পদক্ষেপ নিতে রাজি। কম্বোডিয়ার তরফ থেকেও একইরকম আন্তরিকতা দেখতে চান বলেও জানান।

উল্লেখ্য, দুই দেশের মধ্যে ১৩ বছরে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাতে তিনদিনে ৩৩ জনের মৃত্যু হয়েছে। ১ লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন: