• NEWS PORTAL

  • বুধবার, ৩০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সিরিয়ায় নির্বাচনের তারিখ ঘোষণা

প্রকাশিত: ১৩:১২, ২৮ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
সিরিয়ায় নির্বাচনের তারিখ ঘোষণা

নির্বাচনের তারিখ ঘোষণা করেছে সিরিয়া। আগামী সেপ্টেম্বরে সিরিয়ায় সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন প্রক্রিয়া পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সংস্থার প্রধান। খবর আল জাজিরার। 

পিপলস অ্যাসেম্বলি নির্বাচনের উচ্চপর্যায়ের কমিটির চেয়ারম্যান মোহাম্মদ তাহা আল-আহমাদ রোববার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানাকে বলেছেন, ১৫ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আল জাজিরা বলছে, ডিসেম্বরে বিদ্রোহীদের এক আকস্মিক অভিযানে সাবেক স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর দেশটির নতুন সরকারের অধীনে এই প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

২১০ আসনের এই সংসদের এক-তৃতীয়াংশ সরাসরি নিয়োগ দেবেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। বাকি আসনগুলো নির্বাচনের মাধ্যেমে পূরণ করা হবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নির্বাচন কমিটির আরেক সদস্য হাসান আল-দাগিম বলেন, নির্বাচিত আসনের জন্য ভোট নিতে সিরিয়ার প্রতিটি প্রদেশে একটি ইলেকটোরাল কলেজ স্থাপন করা হবে।

গত মার্চ মাসে একটি অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেন আল- শারা। ওই সময় একটি পিপলস কমিটি গঠনের ঘোষণা দেয়া হয় যা স্থায়ী সংবিধান গ্রহণ ও পূর্ণাঙ্গ জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত একটি একটি অন্তর্বর্তী সংসদ হিসেবে কাজ করবে। তবে এই প্রক্রিয়ায় কয়েক বছর সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা ইঙ্গিত দিয়েছিলেন।


 

বিভি/এসজি

মন্তব্য করুন: