চীনের উত্তরাঞ্চলে বন্যায় ৩০ জনের মৃত্যু

ছবি: আল জাজিরা
চীনের উত্তরাঞ্চলে কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) আবহাওয়া অফিস আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়ায় ৮০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে বেইজিং কর্তৃপক্ষ।
গেলো কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টিতে অসংখ্য গ্রাম তলিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেইজিংয়ের শহরতলি জেলা মিয়ুন। ভেসে গেছে গাড়ি ও ঘরের আসবাবপত্র। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে অন্তত ১৩০টি গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক ডজন রাস্তাঘাট। এতে অঞ্চলটির বাসিন্দারা বাইরের এলাকাগুলোর সাথে যোগাযোগ করতে পারছেন না। গভীর পানিতে ভেসে ভেসে উদ্ধার কাজ করছে উদ্ধারকর্মীরা। কোথাও কোথাও আটকে পড়াদের উদ্ধারে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।
চীনা প্রেসিডেন্ট শি জিন পিংও সর্বাত্মক অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। বছরের এই সময়টাতে প্রচণ্ড বৃষ্টিপাত হয় বেইজিংয়ে। ২০১২ সালের জুলাই মাসে বন্যায় ৭৯ জনের মৃত্যু হয়, যা ঐ অঞ্চলটির জন্য অন্যতম ভয়াবহ বন্যার বছর ছিলো।
বিভি/এসজি
মন্তব্য করুন: