• NEWS PORTAL

  • বুধবার, ৩০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

এসআইআর-এর বিরুদ্ধে কেন চটেছেন কংগ্রেস নেতারা?

বিরোধীদের বিক্ষোভে উত্তাল লোকসভা, মুলতবি ঘোষণা (ভিডিও)

প্রকাশিত: ১৬:০১, ২৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ

২১ জুলাই থেকে শুরু হয়েছে লোকসভার বর্ষা অধিবেশন। অধিবেশনের শুরুর দিনে থেকেই প্রবলভাবে চড়েছে রাজনৈতিক উত্তেজনার পারদ। তবে সোমবার চরমে পৌছায় এই উত্তেজনা। এদিন যেনো কেন্দ্রীয় সরকারকে কোণঠাসা করার প্রস্তুতি নিয়েই অধিবেশনে হাজির হয়েছিলেন বিরোধী নেতারা।

অধিবেশনের শুরুতে অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ আলোচনার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্নবানে জর্জরিত করতে থাকেন বিরোধী নেতারা। বিরোধীদের হট্টগোলের জেরে দুপুর ১টা পর্যন্ত মুলতুবি হয় লোকসভার অধিবেশন। পরে সভা শুরু হতেই আবারও হট্টগোল শুরু করেন নেতারা। 

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তার বক্তব্যে দাবি করেন অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তান ভারতের কাছে যুদ্ধ বন্ধের অনুরোধ করেছিলো। পাকিস্তান হার মেনেছিলো। রাজনাথের এই কথার তাৎক্ষণিক প্রতিবাদ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এরপর অপারেশন সিঁদুরে ভারতের ব্যর্থতা নিয়ে কড়া বক্তব্য রাখেন রাহুল। যা শুনে এক পর্যায়ে মেজাজ হারিয়ে দাঁড়িয়ে যান নরেন্দ্র মোদি। মোদি বলেন, রাহুলের এই বক্তব্য ভারত ও হিন্দুদের প্রতি অসম্মান। জবাবে রাহুল বলেন, মোদি ও বিজেপি মানেই পুরো হিন্দু সমাজ নয়। 

এদিন কেন্দ্রীয় সরকারের সমালচনায় সরব ছিলেন অন্যান্য বিরোধী দলের নেতারাও। মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি তার বক্তব্যে ভারতের পররাষ্ট্র নীতির তীব্র সমালোচনা করেন। তিনি প্রশ্ন রাখেন, পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সাথে বিমান চলাচল বন্ধ করা হলো, বাণিজ্য বন্ধ করা হলো। তাহলে কোন যুক্তিতে ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যচের আয়োজন করা হচ্ছে?

এছাড়াও একাধিক ইস্যুতে সরকারের সমালোচনা করেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সাবেক ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি. চিদাম্বরম, কংগ্রেস এমপি ফ্রান্সিস জর্জ, তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জিসহ বেশ কয়েকজন। অধিবেশন শুরুর আগে সংসদ চত্বরে বিক্ষোভে সামিল হয়ে বিহারের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া এসআইআর-এর বিরুদ্ধে স্লোগান দেন বিরোধী নেতারা। 

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি, সমাজবাদি পার্টির অখিলেশ যাদব, ডিএমকের কানিমোঝিসহ অনেকে পার্লামেন্টের মকর দ্বারের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাতে পোস্টার নিয়ে প্রতিবাদ করেন । তাতে লেখা ছিল, "এসআইআর-গণতন্ত্রের উপর আক্রমণ"। নির্বাচন কমিশনের বিরুদ্ধেও স্লোগান দেন তারা। 

এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন হলো ভোটার তালিকার একটি বিশেষ পুনর্মূল্যায়ন প্রক্রিয়া। যেখানে ভোটারদের তথ্য যাচাই করা হয় এবং ভোটার তালিকা হালনাগাদ করা হয়। তবে পশ্চিমবঙ্গসহ অনেক রাজ্যের বিরোধী নেতারা এসআইআরকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করেন। 

তাদের দাবি, বিজেপি সরকার নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটার তালিকায় একপাক্ষিক পরিবর্তন আনার চেষ্টা করছে। স্থানীয় প্রশাসনের সহায়তায় কোনো প্রকার স্বচ্ছ শুনানি বা নোটিশ না দিয়েই অনেকের নাম মুছে ফেলা হচ্ছে। যার ফলে ভোটাধিকার হারাচ্ছেন সাধারণ মানুষ।

বিভি/এমএফআর

মন্তব্য করুন: