• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ত্রাণের খাবার নিয়ে ফেরা হলো না আমিরের, ইসরাইলি বাহিনীর গুলিতে গেলো প্রাণ

প্রকাশিত: ২৩:৩১, ৩১ জুলাই ২০২৫

আপডেট: ২৩:৩২, ৩১ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ত্রাণের খাবার নিয়ে ফেরা হলো না আমিরের, ইসরাইলি বাহিনীর গুলিতে গেলো প্রাণ

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ত্রাণের সহায়তা নিতে আসা শিশুকে গুলি করে হত্যা করেছে বর্বর ইসরাইলি বাহিনী। এই ঘটনা প্রত্যক্ষ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক এক সেনাসদস্য। তিনি গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর হয়ে সেখানে ত্রাণ বিতরণ কেন্দ্রে কাজ করছিলেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) আলজাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ওই সেনাসদস্য জানান, ২৮ মে দিনটিতে গাজার ‘ছোট্ট আমির’ নামে পরিচিত ক্ষুধার্ত একটি শিশু তীব্র রোদে দীর্ঘ ১২ কিলোমিটার হেঁটে এসেছিল ত্রাণ-সহায়তার আশায়। সে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কেবল মাটিতে পড়ে থাকা সামান্য চাল আর ডাল কুড়িয়ে পায়। খবর মিডল ইস্ট মনিটরের। 

ছেলেটি তার সামান্য জিনিসপত্র নামিয়ে, আগুইলারের মুখে হাত দিয়ে স্পর্শ করে, তার হাত চুমু খায় এবং ইংরেজিতে ‘ধন্যবাদ’ বলে। তারপর সে ফিরে যায় ভিড়ের দিকে। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই, যখন সে অন্য বেসামরিক লোকজনের সঙ্গে ফিরে যাচ্ছিল, তখন ইসরায়েলি সেনারা গুলি ও টিয়ার গ্যাস ছুঁড়লে আমির ঘটনাস্থলেই প্রাণ হারায়।

আগুইলার বলেন, এই দিনটি গাজার অন্য দিনের চেয়ে আলাদা কিছু ছিল না-শুধু মৃত্যুটা একটু আগেই এসে গেছে।’ ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে অনেকেই শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন। মানবিক সহানুভূতি যেখানে টিকে থাকার শেষ ভরসা, সেখানে এক শিশুর করুণ পরিণতি যেন গাজার নিরব কান্নার প্রতিচ্ছবি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: