• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বাংলাদেশের ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত: এস জয়শঙ্কর

প্রকাশিত: ২২:৫৭, ১ আগস্ট ২০২৫

আপডেট: ০৮:১৩, ২ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
বাংলাদেশের ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত: এস জয়শঙ্কর

বাংলাদেশের ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। ভারতের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার জন্যই নয়াদিল্লি বাংলাদেশের ব্যাপারে বিশেষভাবে মনযোগী বলেও উল্লেখ করেছেন তিনি।

শুক্রবার (১ আগস্ট) ভারতের পার্লামেন্ট লোকসভায় বর্ষাকালীন অধিবেশনে জয়শঙ্করকে বিজেপির এক এমপি বলেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যায়ে সালতানাত-ই-বাংলা নামের একটি ইসলামপন্থী গোষ্ঠী তথাকথিত ‘গ্রেটার বাংলাদেশ’ নামের একটি মানচিত্র প্রকাশ করে। ভারতের একাধিক রাজ্য সেই মানচিত্রে বাংলাদেশি ভূখণ্ড হিসেবে প্রদর্শন করা হয়।

জবাবে জয়শঙ্কর বলেন, ভারত এই ইস্যুতে বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ওই মানচিত্রটি মধ্যযুগের বাংলার একটি মানচিত্র। ওই মানচিত্রটি ২০২৫ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ইতিহাস সম্পর্কিত প্রদর্শনীতে দেখানো হয়। ইসলামপন্থি গোষ্ঠীর কোনো যোগসাজশ নেই।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থ সংক্রান্ত বিষয়গুলোতে বাংলাদেশের প্রতিটি বিষয়ে তার দেশ নজর রাখছে। এছাড়া ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: