• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

দিল্লি-ওয়াশিংটন ফ্লাইট বাতিলের ঘোষণা এয়ার ইন্ডিয়ার  

প্রকাশিত: ২০:৪৭, ১১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
দিল্লি-ওয়াশিংটন ফ্লাইট বাতিলের ঘোষণা এয়ার ইন্ডিয়ার  

ফাইল ছবি

ভারতীয় এয়ারলাইনস এয়ার ইন্ডিয়া দিল্লি থেকে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে। সোমবার (১১ আগস্ট) এয়ার ইন্ডিয়া ঘোষণা দেয়, কার্যক্রম পরিচালনা সংক্রান্ত ইস্যুতে সমন্বয় বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেপ্টেম্বর থেকে দিল্লি-ওয়াশিংটনে এয়ার ইন্ডিয়ার কোনো ফ্লাইট পরিচালিত হবে না। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের আহমেদাবাদে বোয়িংয়ের ৭৮৭-৮ ড্রিমলাইনার বিধ্বস্ত হওয়ার দুই মাস পর এই ঘোষণা দিলো এয়ার ইন্ডিয়া। ওই দুর্ঘটনায় ২৪২ আরোহী ও ক্রুর মধ্যে মাত্র একজন বেঁচে আছেন। এ ছাড়া যেখানে বিধ্বস্ত হয়েছে, সেখানে মারা গেছে অন্তত ২০ জন। এবার এয়ার ইন্ডিয়া বলছে, বোয়িংয়ের ৭৮৭-৮ ড্রিমলাইনারে কিছু কাজ চলছে।

এয়ার ইন্ডিয়া বলছে, বৈশ্বিক চলাচল রুটের নেটওয়ার্কের কার্যক্রম ও সমন্বয় নিশ্চিত করতে ১ সেপ্টেম্বর থেকে এই ঘোষণা কার্যকর হবে। এয়ার ইন্ডিয়ার বহরে কিছু ঘাটতির কারণে আসলে এমন সিদ্ধান্ত। কারণ ২৬টি ড্রিমলাইনারকে এখন আপাতত কার্যক্রম থেকে সরিয়ে রাখা হয়েছে। এসব উড়োজাহাজে কাজ চলছে। পাকিস্তানের আকাশসীমা বন্ধ হওয়ায় দূরের পথে যেতে এখন সংকট দেখা যাচ্ছে, এই ঘোষণা দেওয়ার এটাও আরেকটা কারণ। 

যারা ১ সেপ্টেম্বর কিংবা এর পরের কোনো দিন বুকিং দিয়ে রেখেছেন, তাদের বিকল্প ব্যবস্থার কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়া। এ ছাড়া তারা চাইলে অন্য ফ্লাইটেও যেতে পারেন। আবার চাইলে পুরো বুকিং বাতিল করে অর্থ ফেরত নিতে পারেন। 

এ ছাড়া আরও কিছু ব্যবস্থা রেখেছে এয়ারলাইনসটি। তারা বলছে, যাত্রীরা চাইলে সরাসরি ওয়াশিংটন না গিয়ে অন্য কোথাও গিয়ে এরপর সেখান থেকে যেতে পারবেন। আলাস্কা এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারলাইনস ও ডেল্টাতে করে তারা যেতে পারবেন। সেক্ষেত্রে নামতে হবে নিউইয়র্ক, নিওয়ার্ক, শিকাগো ও সানফ্রান্সেস্কোতে।

সূত্র: এনডিটিভি   

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2