• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুক হামলায় নিহত ৩  

প্রকাশিত: ১১:১০, ১২ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুক হামলায় নিহত ৩  

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের রাজধানী অস্টিনে একটি শপিং মলের পার্কিং লটে বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। 

স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) এই হামলা সম্পর্কে অস্টিনের পুলিশ প্রধান লিসা ডেভিস জানান, হামলাকারী একজন ত্রিশোর্ধ্ব পুরুষ। তার মানসিক সমস্যার ইতিহাস রয়েছে। গুলি চালানোর পর ওই ব্যক্তি একটি গাড়ি ছিনতাই করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে, কাছের একটি গাড়ির শোরুম থেকে আরেকটি গাড়ি চুরি করে। শেষ পর্যন্ত পুলিশ তাকে আটক করে। 

ঘটনাস্থল থেকে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এরমধ্যে দুইজন ঘটনাস্থলে এবং অপরজনের হাসপাতালে মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় অস্টিনের মেয়র কার্ক ওয়াটসন ভুক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2