ভারতের ওপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কারোপ মস্কোর অর্থনীতির জন্য বড় ধাক্কা: ট্রাম্প

ফাইল ছবি
রাশিয়া থেকে তেল আমদানিকে কেন্দ্র করে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপ করা মস্কোর অর্থনীতির জন্য বড় ধাক্কা বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (১১ আগস্ট) হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প এমন দাবি করেন। তিনি বলেন, চলমান বিশ্বব্যাপী চাপ আর ভারতসহ বেশ কয়েকটি দেশের উপর মার্কিন শুল্ক আরোপের কারণে রাশিয়ার অর্থনীতির অগ্রগতি মারাত্মকভাবে বাধার মুখে পড়ছে।
ট্রাম্প মনে করেন, মস্কোর ভালো করার সম্ভাবনা থাকা সত্ত্বেও অতিরিক্ত শুল্কের ভার নিতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের মতে, রাশিয়া যুদ্ধের দিকে না গিয়ে ব্যবসায় মনোযোগী হওয়া উচিৎ। যুদ্ধের কারণে তারা পিছিয়ে যাচ্ছে।
ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তার আরোপিত বাড়তি শুল্ক যুক্তরাষ্ট্রের রাজস্ব আদায় শুধু নয়; ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতসহ পাঁচটি যুদ্ধের সমাধানে সাহায্য করেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইতি টানতে ১৫ আগস্টের বৈঠক বড় ভূমিকা রাখবে বলেও মনে করছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
বিভি/এমআর
মন্তব্য করুন: