এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিলেন বিলাওয়াল ভুট্টো

ছবি: বিলাওয়াল ভুট্টো
পরমাণু হামলার হুঁশিয়ারির রেশ না কাটতেই এবার অভিন্ন নদীর পানির প্রবাহ আটকালে ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরুর হুমকি দিয়েছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান পিপলস পার্টি-পিপিপির প্রধান বিলাওয়াল ভুট্টো।
সোমবার (১১ আগস্ট) পাকিস্তানের সিন্ধু প্রদেশে একটি অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় ভারতকে ইঙ্গিত করে বিলাওয়াল বলেন, সিন্ধু নদীতে বাঁধ দেওয়া হলে যুদ্ধ এড়ানো যাবে না। এমন হলে সিন্ধুসহ ছয়টি নদী দখলের হুমকি দিয়েছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিন্ধু নদীর পানি প্রবাহ বাধাগ্রস্তের চেষ্টা করলে তা পাকিস্তানের ইতিহাস, সংস্কৃতি আর সভ্যতার ওপর হস্তক্ষেপ বলে ধরে নেওয়া হবে বলেও হুঁশিয়ার করেছেন বিলাওয়াল।
আগেরদিন রবিবার যুক্তরাষ্ট্র সফরে থাকাকালে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির সিন্ধু নদীতে বাঁধ তৈরির আশঙ্কার দিকে ইঙ্গিত করে বলেছেন, পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ।
ভারতকে সতর্ক করে জেনারেল মুনির আরও বলেন, পাকিস্তান যদি মনে করে ধ্বংসের পথে এগুচ্ছে তাহলে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ধ্বংস হবে। ভারত সিন্ধু নদীর ওপর বাঁধ তৈরি করলে তা ১০টি মিসাইল ছুঁড়ে ধ্বংসের হুশিয়ারিও দিয়েছেন তিনি।
১৯৬০ সালের ভারতের সাথে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তির শর্তের আওতায় সিন্ধু, ঝিলাম, চন্দ্রভাগা নদীর পানি ব্যবহারের অধিকার আছে পাকিস্তানের। ভারত ইরাবতী, শতদ্রু ও বিপাশার জল ব্যবহার করতে পারে।
বিভি/এমআর
মন্তব্য করুন: