• NEWS PORTAL

  • বুধবার, ১৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ইরানে শত্রু পক্ষকে সহায়তার অভিযোগে গ্রেফতার ২১ হাজার!

প্রকাশিত: ১৩:৪২, ১৩ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
ইরানে শত্রু পক্ষকে সহায়তার অভিযোগে গ্রেফতার ২১ হাজার!

প্রতীকী ছবি

ইসরাইলের বিরুদ্ধে ১২ দিনের পাল্টাপাল্টি হামলায় শত্রু পক্ষকে সহায়তার অভিযোগে ২১ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করেছে ইরান। দেশবিরোধী কাজে জড়িত সন্দেহ হলে তাদের ধরিয়ে দিতে বা তথ্য সরবরাহের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের আইন-শৃঙ্খলা বাহিনী।

১৩ জুন থেকে ইসরাইলের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলায় দেশের ভেতর থেকেই সহায়তা আর স্পর্শকাতর তথ্য পাচারের গোয়েন্দা তথ্যে গণ গ্রেফতারে নামে ইরানের পুলিশসহ একাধিক বাহিনী। সড়কে তল্লাশি চৌকি স্থাপন আর জনগণ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।

ইরানের পুলিশের মুখপাত্র সাঈদ মনতাজারোল মাহদি জানিয়েছেন, যুদ্ধের সময় জরুরি হটলাইনের মাধ্যমে নাগরিকদের কাছ থেকে ৭ হাজার ৮৫০টি ফোন পেয়েছিলো নিরাপত্তা বাহিনী। যা অন্যান্য স্বাভাবিক সময়ের তুলনায় ৪১ শতাংশ বেশি। ওই তথ্যের ভিত্তিতে ১২ দিনের যুদ্ধ চলাকালিন ২১ হাজার সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়।

ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে অবৈধ আফগান শরণার্থীদের ধরপাকড় ও দেশ থেকে তাড়ানোর হার বাড়িয়ে দিয়েছে ইরান।

বিভি/এমআর

মন্তব্য করুন: