• NEWS PORTAL

  • সোমবার, ১৮ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আমি থাকা অবস্থায় তাইওয়ানে আক্রমণ করবে না চীন: ট্রাম্প

প্রকাশিত: ১৫:১৯, ১৭ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
আমি থাকা অবস্থায় তাইওয়ানে আক্রমণ করবে না চীন: ট্রাম্প

ছবি: ডোনাল্ড ট্রাম্প (ফাইল ফটো)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকা অবস্থায় তাইওয়ানে আক্রমণ করবে না চীন। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ডোনাল্ড ট্রাম্পকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন।

সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাইওয়ান ইস্যুতে চীন অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অনেক ধৈর্যশীল বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

তাইওয়ানের সঙ্গে দীর্ঘদিনের ঐতিহাসিক বিরোধ রয়েছে চীনের। তাই হামলার শঙ্কা করে আসছিলেন অনেকে। বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং উভয়ের স্বার্থ অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা।

চীনের বাজারে অতিরিক্ত প্রতিযোগিতা এবং শিল্প-খাতের অস্থিরতার কারণে শি অর্থনৈতিক ও শিল্প-সংক্রান্ত নিয়ন্ত্রণ শক্ত করতে চাইছেন। ট্রাম্পও মার্কিন অর্থনীতি ও রফতানি বাজার রক্ষা করতে চাইছেন বলে মনে করেন তারা। তবে এই সুসম্পর্ক দীর্ঘমেয়াদি নয় বলেও সতর্ক করেছেন বিশ্লেষকরা।

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2