• NEWS PORTAL

  • বুধবার, ২০ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ওয়াশিংটনে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক, উপস্থিত ছিলেন ইউরোপীয় নেতারাও

প্রকাশিত: ০৯:২৫, ১৯ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
ওয়াশিংটনে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক, উপস্থিত ছিলেন ইউরোপীয় নেতারাও

ছবি: সিএনএন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে ওয়াশিংটনে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) দুপুরে হোয়াইট হাউসে এই বৈঠক হয়। বৈঠকে ইউরোপীয় দেশগুলোর শীর্ষ নেতারাও অংশ নেন। 

বৈঠকের আগে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, যুদ্ধ থামাতে আমরা ইতিমধ্যে অনেক দূর এগিয়েছি। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যদি শান্তিচুক্তি হয়, তবে যুক্তরাষ্ট্র তা বাস্তবায়নের নিশ্চয়তা দেবে।  রক্তপাত বন্ধ করাই এখন সবচেয়ে জরুরি।

ট্রাম্প বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির কোনো প্রয়োজন নেই। তবে, ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তায় যুক্তরাষ্ট্রকে ‘জড়িত’ থাকতে হবে বলে জানান তিনি। জেলেনস্কি তার বক্তব্যে জানান, কূটনৈতিক সমাধানের জন্য মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনায় ইউক্রেনের পূর্ণ সমর্থন রয়েছে।

এই আলোচনায় যোগ দিতে ওয়াশিংটনে এসেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মানির চ্যান্সেলর, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইনসহ ইইউ ও ন্যাটোর শীর্ষ নেতারা। তাদের উপস্থিতিকে ইউক্রেনের প্রতি দৃঢ় সমর্থনের বার্তা হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে মস্কো জানিয়েছে, শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে তারা ইউক্রেনে ন্যাটোর কোনো উপস্থিতি মেনে নেবে না। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েনের বিষয়টিকে সংঘাতের একটি কার্যকর সমাধান বলে মনে করে না মস্কো এবং এই বিষয়ে যুক্তরাজ্যের সাম্প্রতিক বিবৃতিগুলোকে রাশিয়া উসকানিমূলক বলে মনে করে।

সূত্র: বিবিসি

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2