দিল্লিতে নিজ বাসভবনে হামলার শিকার মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা

ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী দিল্লিতে নিজ বাসভবনে এক যুবকের হামলার শিকার হন রাজ্যটির বিজেপিপন্থী মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। আটক করা হয়েছে হামলাকারীকে। বুধবার (২০ আগস্ট) সকালে জনশুনানি চলাকালে এ ঘটনা ঘটে।
৩০ থেকে ৩৫ বছর বয়সী এক যুবক ভিড় থেকে উঠে এসে রেখা গুপ্তাকে একটি চিঠি দেয় এবং তারপরই সজোরে থাপ্পড় মারে। ঘটনার পরপরই অভিযুক্ত যুবককে আটক করে মুখ্যমন্ত্রীর নিরাপত্তাকর্মীরা এবং দিল্লি পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের সন্দেহ করছে বিজেপি। আক্রমণের পেছনে যারা মদদ দিয়েছে তাদের খুঁজে বের করতে জোর তাগিদ চালাচ্ছে দলটি।
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিরোধী দল আম আদমি পার্টির নেত্রী আতিশী এই হামলার নিন্দা প্রকাশ করেছেন। বলেন, মতবিরোধ ও প্রতিবাদের অধিকার গণতন্ত্রে আছে, কিন্তু হিংসার কোনো স্থান নেই এবং শিগগিরই অপরাধীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান দিল্লি পুলিশকে। হামলাকারী রাজেশ সাক্রিয়ার মা ভানু জানিয়েছে, বেওয়ারিশ কুকুরদের ধরে আশ্রয়কেন্দ্রে স্থানান্তরের বিষয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে বিরক্ত ছিলো সে।
বিভি/এসজি
মন্তব্য করুন: