জাপানের আকাশে বিরল মহাজাগতিক আগুনের গোলার ঝলক

ছবি: সংগৃহীত
জাপানের আকাশে সম্প্রতি এক অসাধারণ মহাজাগতিক দৃশ্যের দেখা মিলেছে। রাতের নির্জন আকাশ হঠাৎই একটি উজ্জ্বল আগুনের গোলার ঝলকে আলোকিত হয়ে ওঠে। এই দুর্লভ এবং জাদুকরী দৃশ্য পৃথিবীতে খুব কমই চোখে পড়ে।
গত ১৯ আগস্ট গভীর রাতে কাগোশিমার আকাশে হঠাৎ করেই একটি ঝলমলে আলোর বল দেখা দেয়, যা মুহূর্তের মধ্যে চারপাশকে আলোকিত করে তোলে। এই ঘটনা লাইভ ক্যামেরার মাধ্যমে ধরা পড়ে। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স স্থানটির সত্যতা নিশ্চিত করেছে স্থানীয় সংবাদ, অন্যান্য উৎস থেকে প্রাপ্ত অতিরিক্ত তথ্য এবং তারিখ যাচাইয়ের মাধ্যমে। রয়টার্স জানিয়েছে, ভিডিওতে দেখা ভবন, সেতু ও আগ্নেয়গিরির অবস্থান স্যাটেলাইট চিত্র ও পূর্বের রেকর্ডকৃত তথ্যের সঙ্গে মিলিয়ে তারা ঘটনাস্থল নিশ্চিত করেছে।
এই উজ্জ্বল বস্তুটি কিউশু ও শিকোকুর বিভিন্ন এলাকা থেকে দেখা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এর ছবি এবং ভিডিও শেয়ার করেছেন। বিশেষজ্ঞরা বস্তুটিকে ফায়ারবল হিসেবে চিহ্নিত করেছেন। ফায়ারবল হলো এক ধরনের উজ্জ্বল উল্কা, যা আকাশে হঠাৎই ঝলসে ওঠে। মহাকাশ থেকে আসা সূক্ষ্ম ধুলিকণা বা গ্রহাণুর খণ্ড যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন বায়ুর সাথে ঘর্ষণের ফলে এটি জ্বলতে শুরু করে।
এই উজ্জ্বল আগুনের গোলাটিকে একটি মহাজাগতিক ঘটনা হিসেবে ব্যাখ্যা করেছেন সেনদাই স্পেস মিউজিয়ামের পরিচালক তোশিহিসা মায়েদা। তিনি বলেন, মহাকাশ থেকে আগত ধূলিকণা বা গ্রহাণুর টুকরো যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন ঘর্ষণের ফলে তা জ্বলে ওঠে। এর ফলে একটি উজ্জ্বল আলোর সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, ওই মুহূর্তে রাতের পরিবেশ এমনভাবে আলোকিত হয়েছিল যেন চারপাশ দিনের মতো উজ্জ্বল হয়ে উঠেছিল। অনেকেই ধারণা করছেন, এই উল্কাটির খণ্ড সম্ভবত সমুদ্রের কোথাও গিয়ে পড়েছে।
বিভি/আইজে
মন্তব্য করুন: