• NEWS PORTAL

  • বুধবার, ২০ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সব জিম্মি মুক্তির শর্ত ইসরাইলের, গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত

প্রকাশিত: ১১:৫৬, ২০ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
সব জিম্মি মুক্তির শর্ত ইসরাইলের, গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত

হামাসের প্রস্তাব নাকচ করে সব জিম্মি মুক্তির শর্ত দিয়ে গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা আবারও অনিশ্চয়তায় ফেলে দিয়েছে দখলদার ইসরাইল। মধ্যস্থতাকারী কাতার আর মিশরের পক্ষ থেকে জানানো হয়েছিলো জিম্মি ৫০ জন ইসরাইলির মধ্যে ১০ জনকে জীবিত আর ১৮টি লাশ হস্তান্তর করবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী-হামাস। বিনিময়ে ইসরাইলে বন্দির ফিলিস্তিনিদের মধ্যে দুইশ' জনের মুক্তি আর দুই মাসের যুদ্ধবিরতির শর্ত মানতে হবে। এর সাথে মার্কিন দূত স্টিভ উইটকফের মধ্যস্থতা প্রস্তাবের মিল আছে।

আগে এমন প্রস্তাবে ইতিবাচক সাড়া দিলেও এবার নাকচ করেছে প্রায় ৭৫ শতাংশ গাজা ভূখণ্ড দখলে নেওয়া ইসরাইল। বলা হয়েছে, যুদ্ধবিরতির জন্য মুক্তি দিতে হবে হামাসের হাতে থাকা সব জিম্মিকে। হামাসের রাজি হওয়া কোনো কাকতালীয় ঘটনা নয় বলে দাবি করেছে হোয়াইট হাউজ।

নিয়মিত ব্রিফিংয়ে দাবি করা হয়েছে, যুদ্ধবিরতির জন্য সামাজিক মাধ্যমে হুঁশিয়ার করে ট্রাম্পের স্ট্যাটাসের ধারাবাহিকতায় রাজি হয়েছে হামাস। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2