বাংলাদেশ সরকারের প্রশংসা করলো যুক্তরাষ্ট্র

মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।
রবিবার (২৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর থেকে দেওয়া এক প্রেস বিবৃতিতে দফতরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন টমাস পিগট বাংলাদেশের পাশাপাশি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় এই অঞ্চলের অন্য দেশগুলোরও প্রশংসা করেন। বিবৃতিতে টমাস বলেন, মিয়ানমারে সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার রোহিঙ্গা এবং অন্যান্য জাতিগোষ্ঠীর প্রতি সংহতি জানায় যুক্তরাষ্ট্র।
২০১৭ সালে আগস্ট মাসে রাখাইনে সেনা অভিযান শুরুর পর কয়েক মাসের মধ্যে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়। এর আগে থেকেই বাংলাদেশে ছিল চার লাখের বেশি রোহিঙ্গা। বর্তমানে ১৩ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে বাংলাদেশে।
বিভি/এসজি
মন্তব্য করুন: