• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

এবার যুক্তরাজ্যে হেলিকপ্টার বিধ্বস্ত

প্রকাশিত: ১৭:২৫, ২৫ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
এবার যুক্তরাজ্যে হেলিকপ্টার বিধ্বস্ত

ছবি: বিবিসি

যুক্তরাজ্যের বৃহত্তম দ্বীপ আইল অব ওয়াইটে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। সোমবার (২৫ আগস্ট) দ্বীপের সমুদ্রতীরবর্তী একটি রিসোর্ট শহরের মাঠে ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয় বলে জানিয়েছে পুলিশ। 

তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের তথ্য পাওয়া যায়নি। এছাড়া হেলিকপ্টারে কতজন যাত্রী কিংবা ক্রু ছিলেন সেই বিষয়েও কর্তৃপক্ষ কোনও তথ্য প্রকাশ করেনি।

দেশটির বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ২৪ মিনিটের দিকে একটি হেলিকপ্টার ভেন্টনরের কাছের একটি মাঠে বিধ্বস্ত হয়েছে।

হেলিকপ্টার বিধ্বস্তের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে হ্যাম্পশায়ার ও আইল অব ওয়াইটের পুলিশ।

হ্যাম্পশায়ার ও আইল অব ওয়াইটের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এয়ার অ্যাম্বুলেন্সে করে একজন চিকিৎসক ও বিশেষজ্ঞ প্যারামেডিকসহ জরুরি চিকিৎসা সহায়তা দল ঘটনাস্থলে মোতয়েন করেছে।

তবে হেলিকপ্টারে ঠিক কতজন যাত্রী ছিলেন কিং বা কেউ হতাহত হয়েছেন কি না তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি।

বিভি/এসজি

মন্তব্য করুন: