৭০ বছরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

ছবি: সংগৃহীত
৭০ বছর পূর্ণ করল ব্রিটিশ রেকর্ড তালিকা প্রণয়নকারী সংস্থা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। এই উদ্যোগের সূচনা হয়েছিল যুক্তরাজ্যে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস বর্তমানে একটি বিশাল ফ্র্যাঞ্চাইজির আকার ধারণ করেছে। প্রতিবছর এতে রয়েছে প্রকাশিত রেকর্ড বই, টেলিভিশন সিরিজ, জাদুঘর এবং বিশ্বের বিভিন্ন স্থানে নতুন রেকর্ড গড়ার আয়োজন।
এই রেকর্ডগুলোতে থাকতে পারে বিশ্বের সর্বাধিক উচ্চতার মানুষের তালিকা, আবার থাকতে পারে অবিশ্বাস্য ধৈর্যের নিদর্শনও। উদাহরণস্বরূপ, বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে হাতে ভর দিয়ে গাড়ি টানার দ্রুততম সময়ে স্থাপন করা কীর্তি।
অনেক রেকর্ড প্রাণীরাও তৈরি করেছে, যেমন অটো নামের একটি বুলডগ স্কেটবোর্ডে মানুষের তৈরি দীর্ঘতম টানেল পেরিয়ে গিয়েছে। ৭০ বছর পূর্তি উপলক্ষে গিনেস সংস্থা তাদের অতীতের কিছু বিখ্যাত রেকর্ডধারীদের সাথে আবার যোগাযোগ করেন। তারা জানান, গিনেস সার্টিফিকেট তাদের জীবনে অন্যরকম এক পরিবর্তন এনে দিয়েছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অদ্ভুত ও অস্বাভাবিক সৃষ্টিশীলতাকে স্বীকৃতি দেয়। ফলে অনেক রেকর্ডধারীর জন্য এটি বিষয়টিকে বিশেষ করে তোলে। যেকোনো প্রকল্প, তা যত অদ্ভুত বা অচল মনে হোক না কেন, গিনেসের স্বীকৃতি পেলে সেটি এক ধরনের সামাজিক মর্যাদা পায়। মানুষ তখন সেই উদ্যোগকে কৌতূহল ও উৎসাহের সঙ্গে গ্রহণ করে। এভাবেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গত সত্তর বছর ধরে হয়ে উঠেছে বৈশ্বিক ব্যতিক্রমী প্রতিভা ও মানবসৃষ্ট বিস্ময়ের এক গুরুত্বপূর্ণ দলিল।
বিভি/আইজে
মন্তব্য করুন: