• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আফগানিস্তানে বাস উল্টে সড়কে ঝরলো ২৫ প্রাণ

প্রকাশিত: ২০:১১, ২৭ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
আফগানিস্তানে বাস উল্টে সড়কে ঝরলো ২৫ প্রাণ

আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি বাস উল্টে ২৫ জন নিহত হয়েছে। ও দুর্ঘটনায় আহত হয়েছেন ২৭ জন।

বুধবার (২৭ আগস্ট) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুন মতিন কানি বলেন, 'চালকের অসতর্কতার' কারণে এই দুর্ঘটনা ঘটেছে। 

রাজধানী কাবুল থেকে দক্ষিণের কান্দাহার শহর পর্যন্ত বিস্তৃত মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

কানি জানান, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে কারো অবস্থা আশঙ্কাজনক কি না, সেটা তিনি জানাননি।

বেশ কয়েক দশকের সংঘাতের পর আফগানিস্তানের সড়ক যোগাযোগব্যবস্থা বেশ নাজুক। এ কারণেই সেখানে নিয়মিত দুর্ঘটনা ঘটে। পাশাপাশি, মহাসড়কে ঝুঁকি নিয়ে গাড়ি চালানোর প্রবণতা এবং প্রয়োজনীয় আইন ও প্রয়োগের অভাবও এর জন্য দায়ী।

এক সপ্তাহ আগেই আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১২ জনেরও বেশি শিশুসহ মোট ৭৮ জন প্রাণ হারান।

ইরান থেকে যাত্রী নিয়ে আসা বাসটি পশ্চিমের হেরাত প্রদেশে একটি মোটরসাইকেল ও ট্রাককে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

এর আগে গত ডিসেম্বরে পৃথক দুই বাস দুর্ঘটনায় আফগানিস্তানের কেন্দ্রে মোট ৫২ জন নিহত হন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2