• NEWS PORTAL

  • বুধবার, ২৭ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আব্রাহাম চুক্তির সম্ভাবনা নাকচ করে দিলো সিরিয়া (ভিডিও)

প্রকাশিত: ১৫:৪৫, ২৭ আগস্ট ২০২৫

আপডেট: ১৫:৪৫, ২৭ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ

শক্তিশালী রাষ্ট্রগুলোর সাথে পুনরায় সংযোগ স্থাপনের চেষ্টা করছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। সম্পর্ক স্বাভাবিক করতে ইসরাইলের প্রতিনিধিদের সাথে গোপনে বৈঠক করছেন সিরিয়ার কর্মকর্তারা, ওঠে এমন অভিযোগও। এর মাঝেই গত ১৯ আগস্ট প্যারিসে ইসরাইলের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি। ফলে বিশ্লেষকদের অনেকে ধারনা করছিলেন, শীঘ্রই হয়তো আমিরাত ও বাহরাইনের মতো সিরিয়াও আব্রহাম একর্ডস-এ স্বাক্ষর করবে। 

তবে এবার সে সম্ভাবনা সরাসরি নাকচ করে দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট আল শারা। আল শারা স্পষ্ট জানিয়েছেন, সিরিয়া কোনোভাবেই আব্রাহাম চুক্তিতে যোগ দেবে না। ২৭ আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সৌদি আরবের সাপ্তাহিক পত্রিকা আল-মাজাল্লায় প্রকাশিত এক সাক্ষাৎকারে আল শারা একথা জানিয়েছেন। আল শারা বলেন, ‘ইসরাইলের সঙ্গে সিরিয়ার সংঘাত অন্যান্য আরব রাষ্ট্রের থেকে মৌলিকভাবে আলাদা। আব্রাহাম চুক্তি সেই সব রাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত হয়েছিল যাদের কোনো দখলকৃত জমি বা ইসরাইলের সঙ্গে সরাসরি সংঘাত ছিল না। সিরিয়ার পরিস্থিতি ভিন্ন, আমাদের গোলান হাইটস এখনো তারা দখল করে রেখেছে। এ মুহুর্তে তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো পরিকল্পনা নেই।’ 

আল শারার মতে, সিরিয়ার অগ্রাধিকার এখন ১৯৭৪ সালের জাতিসংঘ-সমর্থিত গোলান মালভূমি নিয়ে বিচ্ছিন্নতা চুক্তি পুনরুজ্জীবিত করা। আর সেটি না হলে অন্তত অনুরূপ একটি সমঝোতা গড়ে তোলা। যা আন্তর্জাতিক তত্ত্বাবধানে দক্ষিণ সিরিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে।

আগামী সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দেবেন প্রেসিডেন্ট আল শারা। ১৯৬৭ সালের পর এই প্রথম কোনো সিরীয় প্রেসিডেন্ট জাতিসংঘে ভাষণ দেবেন। ফলে এটিকে সিরিয়ার আন্তর্জাতিক অঙ্গনে পুনঃরায় সক্রিয় উপস্থিতির প্রতীক বলে আখ্যায়িত করছেন বিশ্লেষকদের অনেকে।

বিভি/এমএফআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2