ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করলেন আদালত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট আইনের অপব্যবহার করেছেন বলেও অভিযোগ আদালতের।
বর্ধিত শুল্ক প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসনকে। আগামী ১৪ অক্টোবরের পর এই রায় কার্যকর হবে। আদালতে শুনানিতে উপস্থিত ১১ বিচারকদের ৭ জন ট্রাম্প প্রশাসনের শুল্কনীতিকে অবৈধ ঘোষণা করেছেন। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের ওপর প্রেসিডেন্ট ট্রাম্প যে অতিরিক্ত শুল্কারোপ করেছেন, অধিকাংশ ক্ষেত্রেই তা আইইপিএ আইনকে লঙ্ঘন করে।
এদিকে শুল্ক আরোপের ক্ষেত্রে তার নেতৃত্বাধীন প্রশাসন আইইপিএ আইনের অপব্যবহার কিংবা লঙ্ঘন করেনি বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের।
ফেডারেল আপিল আদালত রায় ঘোষণার প্রতিক্রিয়ায় ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, আদালতের এই রায় যুক্তরাষ্ট্র অর্থনীতির জন্য ধ্বংসাত্মক।
তিনি আরও দাবি করেন, আদালতের রায়ে সব বিচারক সম্মত না থাকায় রায়টি যথার্থ হয়নি। এই রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণাও দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশের বিপুল পরিমাণ বাণিজ্য ঘাটতি দূর করতে এই শুল্কনীতি গ্রহণ করা হয়েছে বলেও দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
আদালতের এমন রায়ের পরও শুল্ক বহাল রাখা হবে বলেও জানিয়েছে ট্রাম্প প্রশাসন।
বিভি/টিটি
মন্তব্য করুন: