• NEWS PORTAL

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ইন্দোনেশিয়ায় প্রতিবাদকারীদের আগুনে আঞ্চলিক সংসদ ভবনে প্রাণহানি

প্রকাশিত: ১৪:০৯, ৩০ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
ইন্দোনেশিয়ায় প্রতিবাদকারীদের আগুনে আঞ্চলিক সংসদ ভবনে প্রাণহানি

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় একটি আঞ্চলিক সংসদ ভবনে আগুন ধরিয়ে দিয়েছে প্রতিবাদকারীরা। আগুনের ঘটনায় অন্তত ৩ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৫ জন।

স্থানীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, নিহতরা আগুনে পুড়ে মারা গেছেন। তারা ভবনের ভিতরে আটকা পড়েছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার পর দুইজন ব্যক্তি ভবন থেকে লাফিয়ে পড়ে আঘাত পান।

এই প্রতিবাদগুলো শুরু হয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আইনপ্রণেতাদের বেতন সংক্রান্ত অসন্তোষের ভেতর দিয়ে। এদিকে গত ২৯ আগস্ট পুলিশের একটি গাড়ি একটি মোটরবাইক চালককে চাপা দেওয়ার পর প্রতিবাদগুলো আরও তীব্র আকার ধারণ করে।

বিভি/আইজে

মন্তব্য করুন: