• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

যুদ্ধের ত্রাস কাটিয়ে সুদানে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর মিছিল ফেরায় উচ্ছ্বসিত বাসিন্দারা

প্রকাশিত: ১৩:০২, ২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৩:০৭, ২ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
যুদ্ধের ত্রাস কাটিয়ে সুদানে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর মিছিল ফেরায় উচ্ছ্বসিত বাসিন্দারা

ছবি: সংগৃহীত

সুদানের খার্তুমে ইসলামের নবী ও রাসুল হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে আবারও রাস্তায় মিছিল আয়োজনের আবহ তৈরি হয়েছে। এতে স্থানীয়দের ভেতর উদ্দীপনা ও আনন্দের পরিবেশ ফিরে এসেছে। খবরটি প্রকাশ করেছে রয়টার্স।

২০২৩ সালের এপ্রিল মাস থেকে সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর সংঘর্ষ শুরু হওয়ার পর সুফি মুসলমানদের ঐতিহ্যবাহী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মিছিল বন্ধ হয়ে যায় বলে রয়টার্সকে জানান স্থানীয় বাসিন্দারা। তবে এই বছর প্রিয় এই ঐতিহ্য আবার ফিরে আসায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয়রা।

সুদানে ইসলামের নবী ও রাসুল (সা.)-এর জন্মদিন উপলক্ষে মানুষ আগেভাগেই প্রস্তুতি শুরু করে। জন্মদিনের ১২ দিন আগে থেকেই লোকজন রাস্তায় জড়ো হয়ে মিছিল করে। একই সঙ্গে বাজারগুলোতে এই আনন্দঘন সময়কে কেন্দ্র করে নানা রকম ঐতিহ্যবাহী মিষ্টান্ন বিক্রি হয়।

সুদানের রাজধানী খার্তুমে সাম্প্রতিক সময়ে তুলনামূলকভাবে শান্ত পরিবেশ বিরাজ করছে। অনেক বাস্তুচ্যুত নাগরিক তাদের বাড়িতে ফিরতে শুরু করেছেন। তবে কিছু অঞ্চলে এখনো সেনাবাহিনী ও র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)-এর সংঘর্ষ অব্যাহত রয়েছে।

রাসুল মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিস্টাব্দে বর্তমান সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। প্রতিবছর ইসলামী হিজরি সনের রবিউল আউয়াল মাসের ১২ তারিখে মুসলিমরা তাঁর জন্মবার্ষিকী পালন করেন। বিশ্বের বিভিন্ন মুসলিমপ্রধান অঞ্চলে এই দিনটি নানা আয়োজন ও রীতিতে উদ্‌যাপন করা হয়। চলতি বছরে এই স্মরণীয় দিনটি ৪ সেপ্টেম্বর পড়েছে।

বিভি/আইজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2