আফগানিস্তানের ভূমিকম্পে নিহতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে

ছবি: স্কাই নিউজ
আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯০০ ছাড়িয়েছে। তবে বন্যা ও ধ্বংসস্তূপের কারণে উদ্ধার কার্যক্রম বাঁধাগ্রস্ত হচ্ছে। রবিবার মধ্যরাতের ভূমিকম্পে এ পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছে। অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা আফগান কর্তৃপক্ষের।
তবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। ভূমিকম্পটি আঘাত হানা কুনার প্রদেশটি পাহাড়ি ও দুর্গম। ফলে আকাশপথেই অভিযান চালাতে হচ্ছে। হেলিকপ্টার ব্যবহার করে দুর্গত এলাকায় পৌঁছানোর চেষ্টা চলছে।
স্থানীয় কর্মকর্তাদের দাবি, পুরো গ্রামটি মাটির সঙ্গে মিশে গেছে। আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে তালেবান প্রশাসন। এরইমধ্যে যুক্তরাজ্য ১০ লাখ পাউন্ড সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য গরম খাবার ও কম্বল প্রস্তুত রেখেছে জাতিসংঘ।
বিভি/এমআর
মন্তব্য করুন: