ইন্দোনেশিয়ার রাস্তায় ঝাড়ু হাতে শত শত নারীর বিক্ষোভ (ভিডিও)
গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে সহিংস বিক্ষোভের সাক্ষী হচ্ছে ইন্দোনেশিয়া। গত সপ্তাহে শুরু হওয়া এই আন্দোলন ইতোমধ্যেই দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। ঝাড়ু হাতে গোলাপি পোশাক পড়ে রাস্তায় নেমেছেন শত শত নারী। বিক্ষোভে তারা পার্লামেন্ট সদস্যদের ভোগবিলাস, সরকারি অপচয় ও পুলিশের দমননীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান।
৩ সেপ্টেম্বর রাজধানী জাকার্তায় এই বিক্ষোভের আয়োজন করা হয়। ঝাড়ু হাতে নিয়ে নারী বিক্ষোভকারীরা নানা স্লোগান লিখিত প্ল্যাকার্ড বহন করেন। আয়োজক সংগঠন ‘অ্যালায়েন্স অব ইন্দোনেশিয়ান উইমেন’ জানিয়েছে—দুর্নীতি ও নিরাপত্তা বাহিনীর দমননীতিকে প্রতীকীভাবে ‘ঝেঁটিয়ে সরানোর’ জন্য ঝাড়ু ব্যবহার করা হয়েছে।
এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী জাকার্তায় পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ১০টি ছাত্র সংগঠন পার্লামেন্ট সদস্যদের সঙ্গে বৈঠক করে পুলিশের সহিংসতা নিয়ে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে। ইতোমধ্যে দুর্নীতির মামলায় দেশটির সাবেক শিক্ষামন্ত্রী এবং রাইড-শেয়ারিং প্রতিষ্ঠান গোজেক-এর সহপ্রতিষ্ঠাতা নাদিয়েম মাকারিমকে আটক করেছে দেশটির তদন্তকারী সংস্থা। এছাড়া অপেশাদার আচরণের অভিযোগে এক কর্মকর্তাকে বরখাস্ত করেছে ইন্দোনেশিয়া পুলিশের অভ্যন্তরীণ কমিশন।
দেশজুড়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করায় প্রথমে নির্ধারিত চীন সফর বাতিল করেছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। তবে বুধবার চীনের সামরিক কুচকাওয়াজে যোগ দিতে তিনি দেশ ছাড়েন। প্রেসিডেন্টের কার্যালয় জানায়, ইন্দোনেশিয়ায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ইঙ্গিত পাওয়ায় তিনি সফরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
পুলিশের গাড়ির ধাক্কায় একজন ডেলিভারি চালক নিহত হলে ক্ষোভ আরও বেড়ে যায় এবং আন্দোলন সহিংস রূপ নেয়। বিভিন্ন প্রাদেশিক সংসদে অগ্নিসংযোগ ছাড়াও সংসদ সদস্যদের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। দেশটির জাতীয় মানবাধিকার কমিশন জানিয়েছে, তারা পুলিশের আচরণ তদন্ত করছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তরও অতিরিক্ত বলপ্রয়োগের ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করার আহ্বান জানিয়েছে। চলমান সহিংসতায় এখন পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে।
বিভি/এমএফআর
মন্তব্য করুন: