ভূমিকম্পে কাঁপলো তুরস্ক

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বালিকেসিরে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর জানা যায়নি।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএফএডি জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৯।
এএফএডি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বালিকেসির সিনদিরগি এলাকায় এবং এর গভীরতা ছিল প্রায় ৭.৭২ কিলোমিটার।
এর আগে গত মাসে একই অঞ্চলে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওই ঘটনায় একজন নিহত হন এবং কয়েকটি ভবন ধসে পড়ে।
এ বিষয়ে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি এরলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ভূমিকম্পের পরপরই এএফএডি ও অন্যান্য জরুরি সেবাদাতা দল ঘটনাস্থলে নেমে পরিস্থিতি পর্যালোচনা শুরু করেছে।
সূত্র: আল আরাবিয়া
বিভি/টিটি
মন্তব্য করুন: