• NEWS PORTAL

  • সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ওয়াশিংটন ডিসি

প্রকাশিত: ১৩:৩১, ৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৩:৩৩, ৭ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ওয়াশিংটন ডিসি

ট্রাম্প বিরোধী স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রতিবাদে রাস্তায় নেমেছেন কয়েক হাজার বিক্ষোভকারী।  

শনিবার (৬ সেপ্টেম্বর) মিছিলে তারা ওয়াশিংটনের রাস্তায় টহলরত ন্যাশনাল গার্ডদের প্রত্যাহারের দাবি জানায়। স্লোগানের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পকে এখনই বিদায় করতে হবে বলেও দাবি করে বিক্ষোভকারীরা। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রে স্বৈরাচারী সরকার চালাচ্ছে বলেও অভিযোগ আনে তারা। এদিকে বিরোধী ডেমোক্রেট নেতৃত্বাধীন শহরগুলিতেও কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিকাগো থেকে অভিবাসীদের বহিষ্কারের হুমকিও দেন তিনি। 

এর আগে অপরাধ শহরকে ধ্বংস করছে দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত মাসে আইনশৃঙ্খলা এবং জননিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার জন্য সেনা মোতায়েন করেছিলেন। ওয়াশিংটনের মেট্রোপলিটন পুলিশ বিভাগকে সরাসরি ফেডারেল নিয়ন্ত্রণে রেখেছেন এবং শহরের রাস্তাগুলিতে নজরদারি চালানোর জন্য ইমিগ্রেশন এবং কাস্টমসের আইন প্রয়োগকারী কর্মীদের মোতায়েন করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপের তিব্র নিন্দা জানিয়েছেন সমালোচকরা। 

বিভি/এসজি

মন্তব্য করুন: