ইসরাইলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে ট্রাম্পের সতর্কবার্তা

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে শেষ সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, জিম্মিদের মুক্তি দিতে হামাসকে দ্রুত একটি চুক্তি মেনে নিতে হবে।
মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইসরাইল তার শর্ত মেনে নিয়েছে। এবার হামাসকেও শর্ত মেনে নিতে হবে। শর্ত না মানলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে গোষ্ঠীটিকে। এরমধ্যেই ইসরাইলি প্রশাসনও হামাসকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে। হামাস জানিয়েছে, তারা আত্মসমর্পণ করবে না। তবে ইসরাইল গাজা যুদ্ধ বন্ধ করলে, জিম্মিদের ছেড়ে দিতে রাজি ফিলিস্তিনি গোষ্ঠীটি।
এদিকে, গাজা দখলের চেষ্টায় বোমা হামলা বাড়িয়েছে ইসরাইলি বাহিনী। গুড়িয়ে দিচ্ছে একের পর এক বহুতল ভবন। এরমধ্যে নগর দখলের অভিযানে ৫০টির বেশি ভবন ধ্বংস করেছে নেতানিয়াহু বাহিনী। ভূখণ্ডটিতে নতুন করে হত্যা করা হয়েছে অন্তত ৬৫ ফিলিস্তিনিকে। এরমধ্যে ৪৯ জনই উত্তর গাজার বাসিন্দা। এ নিয়ে প্রায় দুই বছরে ইসরাইলি হামলায় প্রাণহানি ছাড়িয়েছে ৬৪ হাজার ৩০০ জনে।
বিভি/এসজি
মন্তব্য করুন: