দায়িত্ব নিয়েই অভিবাসীদের কঠোর বার্তা ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানার

যেসব দেশ নিজেদের অবৈধ অভিবাসীদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়েছে, সেই সব দেশের জন্য ভিসার সংখ্যা কমিয়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাজ্য।
সোমবার (৮ সেপ্টেম্বর) লন্ডনে যুক্তরাষ্ট্রসহ মিত্রদেশগুলোর সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ।
যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অভিবাসন নিয়ন্ত্রণে নতুন নীতিগত অবস্থান নেওয়া হয়। পাঁচ দশকের পুরোনো গোয়েন্দা তথ্য বিনিময় জোট ‘ফাইভ আইস’ এখন থেকে অবৈধ অভিবাসন, মানবপাচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধী চক্রগুলোর প্রভাব ঠেকাতে যৌথভাবে কাজ করবে বলে জানানো হয়। খবর রয়টার্সের।
প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সম্প্রতি মন্ত্রিসভায় রদবদল করে শাবানা মাহমুদকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেন। দায়িত্ব নিয়েই তিনি অভিবাসন বিষয়ে কড়া বার্তা দিলেন। মাহমুদ বলেন,‘যাদের যুক্তরাজ্যে থাকার কোনো বৈধ অধিকার নেই, তাদের আমরা ফেরত পাঠাবো। আর যদি কোনো দেশ নিজেদের নাগরিকদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানায়, আমরা ব্যবস্থা নেব।’
মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব ক্রিস্টি নোয়েম বৈঠকে জানান, দেশগুলো অভিবাসীদের অপরাধমূলক ইতিহাস সংক্রান্ত তথ্য ভাগাভাগি করবে এবং কার্টেল চক্রগুলোর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিরুদ্ধে একসাথে কাজ করবে।
স্টারমারের নেতৃত্বাধীন লেবার সরকার ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন ইস্যুকে অগ্রাধিকার দিচ্ছে। সর্বশেষ জরিপে অভিবাসন নিয়ে জনমনে উদ্বেগ বেড়ে যাওয়ায় সরকার আরও কঠোর নীতি গ্রহণ করছে।
বিভি/টিটি
মন্তব্য করুন: